বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এ ভান্ডারিয়া উপজেলার ৮৩ নং শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মেরী হালদার ভান্ডারিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ২০১৯ নির্বাচিত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) তাঁকে উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ তৌহিদুল ইসলামের এর সভাপতিত্বে এবং শ্রেষ্ঠ শিক্ষক বাছাই কমিটির কর্মকর্তাবৃন্দ বিভিন্ন দিক যাচাই-বাছাই করে মহিলা ক্যাটাগরিতে মেরী হালদার’কে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে নির্বাচিত করেন। মেরী হালদার ২০১০ সাল থেকে ভান্ডারিয়া উপজেলার ৮৩ নং শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি একই উপজেলার ৮৫ নং গুডহোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসাবে কর্মরত ছিলেন। মেরী হালদার অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়ন মূলক ও সৃজনশীল কাজের মাধ্যমে ইতোমধ্যে তিনি সুনাম কুড়িয়েছেন।