শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধের মৃত্যু ভান্ডারিয়ার চরখালী ফেরীতে বাসের ধাক্কায় অল্পেরর জন্য রক্ষা পেল অর্ধশত যাত্রীসহ বাস ॥ ৪ টি মোটর সাইকেল নদীতে॥ বাস চালক আটক পিরোজপুরে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা, বিক্ষোভ-মানববন্ধন কলেজ ছাত্রের আত্মহত্যা কাউখালীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরায় তিন জেলেকে কারাদণ্ড পিরোজপুরে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যা রাজাপুরে মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কাউখালীতে অবৈধ ঝাটকা ও পঁচা মাছ বিক্রি! ৪ জেলেকে মোবাইল কোর্ট সাজা প্রদান করেন ভান্ডারিয়ায় ২৫ ও ২৬ এপ্রিল স্পেশালাইজড মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে ভান্ডারিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন ঝালকাঠিতে ট্রাক চাপায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ ঝালকাঠিতে ট্রাক-কার-অটোর সংঘর্ষ, নিহত ১২ বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু ভান্ডারিয়া পৌরসভা পরিস্কার পরিচ্ছন্ন বিষয়ক মতবিনিময় সভা নির্বাচনি এলাকার খাজনা মওকুফের ঘোষণা দিলেন মহিউদ্দিন মহারাজ কাউখালীতে কীটনাশক পান করে কৃষকের আত্মহত্যা কাউখালীতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে থাকা একটি পরিবারের ৪ জন সদস্য ভান্ডারিয়ায় পাসপোর্ট নিয়ে ফেরা হলো না ঘরে, সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু বুয়েট নিয়ে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা শাফায়েত হোসেন অভির কিছু কথোপকথন বীর মুক্তিযোদ্ধারা হলেন জাতীর শ্রেষ্ঠ সন্তান -মহিউদ্দিন মহারাজ এমপি
‘মাদক নয়, স্বপ্নের ভবিষ্যৎ গড়বো ক্রিকেটে’

‘মাদক নয়, স্বপ্নের ভবিষ্যৎ গড়বো ক্রিকেটে’

ছবি: সংগৃহীত

‘‘মাদক নয়, স্বপ্নের ভবিষ্যৎ গড়বো ক্রিকেটে’’ এই স্লোগানে দেশেজুড়ে চলছে PKCSBD ক্রিকেট ট্যালেন্ট হান্ট কার্যক্রম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন ও সার্বিক সহযোগিতায় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় প্রোগ্রামটি বাস্তবায়ন করছে ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড। সারাদেশের ৮ বিভাগের ৬৪ জেলার ৪৯২টি উপজেলায় একযোগে চলছে উপজেলা ও জেলা রাউন্ডের ট্যালেন্ট বাছাই। জেলা রাউন্ড শেষে বিভাগ ও জাতীয় রাউন্ডের ট্যালেন্ট বাছাইয়ের মাধ্যমে শেষ হবে এই কার্যক্রম।

২০১৯-২০২০ দুই বছর মেয়াদী এই প্রোগ্রামটির নাম প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটারদের সন্ধান যার সংক্ষিপ্ত রূপ PKCSBD। ১২ থেকে ১৯ বছর বয়সী ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রদের মধ্য থেকে পর্যায়ক্রমে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় এই চারটি ধাপে ট্যালেন্ট বাছাই করা হচ্ছে। ৬ষ্ঠ ও ৭ম শ্রেণী গ্রুপ-এ, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণী গ্রুপ-বি এবং একাদশ-দ্বাদশ শ্রেণী গ্রুপ-সি, বয়স ভিত্তিক তিনটি গ্রুপে বিভক্ত করে এই ট্যালেন্ট হান্ট করা হচ্ছে। ব্যাটিং, বোলিং ও উইকেট কিপিং থেকে সমন্বয় করে ক্রিকেট টিম গঠনের বিষয় মাথায় রেখে প্রতিটি গ্রুপে ৮টি করে ক্রিকেট টিম অর্থাৎ ৮৮জন করে তিনটি গ্রুপ থেকে মোট ২৬৪জন উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের ট্যালেন্ট বাছাই করা হবে।

ইতিমধ্যে প্রত্যেক বিভাগের কিছু জেলায় উপজেলা ও জেলা রাউন্ড কার্যক্রম শেষ হয়েছে। চলমান রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, ময়মনসিংহ, বগুড়া, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুষ্টিয়া, ঝিনাইদহ, রাজবাড়ী, সিলেটসহ আরো বেশ কিছু জেলায়।

বিপিএলের চট্টগ্রাম চ্যালেঞ্জারস এর ম্যানেজার জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফাহিম মুন্তাসির রহমান সুমিত যিনি দেশব্যাপী PKCSBD ট্যালেন্ট হান্ট কার্যক্রমের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের পরিচালক, দৈনিক ইত্তেফাক প্রতিনিধিকে জানান, বিগত সময়ে গ্রামীণ ফোন ও রবির ট্যালেন্ট হান্ট থেকে বাংলাদেশ ক্রিকেট ভালো কিছু ক্রিকেটার পেয়েছিল তবে ধারাবাহিকতা থাকলে হয়তো আরো ভালো ক্রিকেটার পাওয়া যেত। তবে চলমান PKCSBD ট্যালেন্ট হান্ট কার্যক্রমে কয়েকটি জেলা থেকে অনেক ভালোমানের বেশকিছু ক্রিকেটার পেয়েছি যাদের নার্সিং করলে বড় প্লাট ফর্মে খেলানো সম্ভব। আরো অনেক জেলার কাজ চলমান, সব জেলার শেষে হয়তো আরো বেশি ট্যালেন্ট পাওয়া যাবে। আশাকরি এই ট্যালেন্ট হান্টের বিভাগীয় এবং জাতীয় রাউন্ড শেষে বাংলাদেশ ক্রিকেটকে চমকপ্রদ কিছু ক্রিকেটার দিতে পারবো। সুনির্দিষ্ট গাইডলাইন ও প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগের অভাবে উপজেলা পর্যায়ে তৃণমূল থেকে প্রতি বছর অনেক প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটার ঝড়ে পড়ছে। সে বিষয়গুলো মাথায় রেখে ধারাবাহিকতা অব্যাহত রাখতে এই ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মাধ্যমে প্রতিটি উপজেলায় ক্রিকেট একাডেমি গড়ে তোলা হবে যেখানে সারা বছর আগ্রহী ক্ষুদে ক্রিকেটাররা প্রশিক্ষণের পাশাপাশি সকল ফরমেটে ম্যাচ খেলার সুযোগ পাবে। ক্ষুদে ক্রিকেটার থেকে পরিণত ক্রিকেটার হওয়ার জন্য এই কার্যক্রমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাবেক ক্রিকেটারদের সমন্বয়ে সিলেকশন প্যানেল তৈরি করা হয়েছে যারা PKCSBD ট্যালেন্ট হান্টের প্রতিটি রাউন্ডে কাজ করবে।

দেশব্যাপী PKCSBD ক্রিকেট ট্যালেন্ট হান্ট বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহেল মাহমুদ সৈকত দৈনিক ইত্তেফাক প্রতিনিধিকে জানান, সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের ক্রিকেট ট্যালেন্ট হান্ট বিষয়ে অবহিত করার পাশাপাশি ছাত্রদেরকে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে কাজ করছি। দেশব্যাপী এই ক্যাম্পেইন সরকারের চলমান মাদকবিরোধী কর্মকাণ্ডে অনেকাংশে সহায়ক হবে। বর্তমানে ট্যালেন্ট হান্ট-১ম পর্ব প্রোগ্রাম চলমান। প্রতিবছর একবার করে মোট বারটি ট্যালেন্ট হান্ট, ১২ বছর মেয়াদী ২০৩০ সাল পর্যন্ত প্রোগ্রামটি বাস্তবায়ন করা হবে। প্রতিবছর জাতীয় পর্যায়ে উত্তীর্ণদের পূর্ণ-প্রোফাইলসহ নামের তালিকা, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)’র মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র কাছে হস্তান্তর করা হবে। ক্রিকেট লেভেলের সকল পর্যায়ের নির্বাচক, শুভাকাঙ্খী, ক্রিকেট ক্লাব ও দেশবাসীর সুদৃষ্টি আকর্ষণের জন্য উক্ত নামের তালিকা দেশীয় সকল ইলেক্ট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করা হবে। উত্তীর্ণদের ক্রিকেটের সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত রাখার জন্য দেশের প্রত্যেক উপজেলা, জেলা স্টেডিয়ামে ক্রিকেট প্রশিক্ষণ, ম্যাচ পর্ব পরিচালনা ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে যাতে করে প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটাররা পরিণত ক্রিকেটার হওয়ার সুযোগ পায় এবং বিসিবির জেলা, বিভাগীয় কোচদের সঙ্গে যোগাযোগ বা সেতুবন্ধন তৈরি করে দেওয়া ও জেলা ক্রীড়া সংস্থার নজরে নিয়ে আসা সম্ভব হয়।

দীর্ঘমেয়াদী এই প্রোগ্রামটি প্রতিটি ইউনিয়নে ও উপজেলায় নতুন ক্রিকেটার তৈরির প্রক্রিয়ার জন্য বাস্তবায়ন করা হচ্ছে এবং প্রতিবছর উপজেলা থেকে পর্যায়ক্রমে ট্যালেন্ট বাছাই করে জাতীয় পর্যায়ে আনা হবে তাই এই প্রজেক্টটি সর্বাঙ্গীকভাবে ফলপ্রসু হওয়ার পাশাপাশি তৃণমূলে ক্রিকেটের নতুন জোয়ার তৈরি হবে এমনটাই প্রত্যাশা ক্রিকেট গবেষকবৃন্দ, শুভাকাঙ্খী, আয়োজক প্রতিষ্ঠানসহ সর্বমহলের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana
error: Content is protected !!