সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৮:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি : বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশের মত পিরোজপুরেও জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে সমাবেশে বক্তব্য রাখেন,সহ-সভাপতি নজরুল ইসলাম খান,আব্দুল কালাম আকন,যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহি,সাংগঠনিক শহিদুল ইসলাম কিসমত,যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহিন,ছাত্রদলের সভাপতি হাসান আল মামুনসহ আরো অনেকে। এসময় বক্তারা বলেন, বিএনপি’র চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে সরকার জেলে আটকে রেখেছে । তাই অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান। এসময় মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুশিয়ারিও দেন তারা। বিক্ষোভে জেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।