সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৮:২৬ পূর্বাহ্ন
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ফেনী জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (৮ ডিসেম্বর) বিকেলে বিএনপির নেতা কর্মীরা বিএনপির জেলা কমিটির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচী পালনের উদ্দেশ্যে বিপুল সংখ্যক নেতা কর্মী শহরের তাকিয়া সড়কে সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের ভিতরের বাজারের তাকিয়া রোড থেকে বের করে তাকিয়া রোডস্হ পাগলা মিয়ার মাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময়ে আরো উপস্হিত ছিলেন জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতা গাজী হাবিব উল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, শামসুদ্দিন খোকন, পরশুরাম উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মোঃ জাফর উল্লাহ,প্রফেসর আবদুল খালেক, গোলাপ মজুমদার সহ জেলা উপজেলা বিপুল সংখ্যক নেতা কর্মী।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার ভয়ে খালেদা জিয়াকে মুক্তি দিতে চাচ্ছে না। কারন নেত্রীকে মুক্তি দিলে তাদের পতন ত্বরাম্বিত হবে। আগামী ১২ ডিসেম্বর নেত্রীকে মুক্তি না দিলে সারা দেশে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।