শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
তরিকুল ইসলামঃ বিজয়ের সাজে সেজেছে ভান্ডারিয়া। মহান বিজয় দিবস উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা, অফিস-আদালত সেজেছে বর্ণিল সাজে।বিশেষ বিশেষ স্থানে শোভা পাচ্ছে বর্ণিল আলোকসজ্জা। সন্ধ্যার পর রংবেরংয়ের
আলোকচ্ছটায় ঝলমলিয়ে ওঠে এলাকাগুলো। আলো দিয়ে তৈরি করা হয় প্রিয় লাল-সবুজ পতাকা। মনকাড়া এমন আলোকসজ্জায় মুগ্ধ অনেকেই সন্ধ্যায় পৌর শহরের বিভিন্ন জায়গায় ঘুরে এমন চিত্র দেখা যায়। যেন আলোয় আলোয় মেখে দিয়ে সমস্থ কালো। সকালে ফুলে ফুলে সাজিয়ে দেবে শহীদ বেদী । আর তাই তো নগরীর সব সরকারি স্থাপনা এখন ঝলমলে। এই চাকচিক্য চোখে পড়ার মতো। পথে পথে উড়ছে সারি সারি বিজয় নিশান। বিজয় দিবস উদযাপনের মুল অনুষ্ঠা ভান্ডারিয়া বিহারী
পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ হওয়ায় সেখানে বর্নিল সাজে সাজানো হয়েছে। মাঠের চারো পাশে তৈরী করা হয়েছে দৃষ্টি নন্দন পেবিলিয়ন। রয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের নানা আলোকচিত্র। সম্পূর্ন মাঠ রয়েছে সিসি ক্যামেরার আওতায়। কনসার্ট এর জন্য তৈরী করা হয়েছে বিশাল মঞ্চ। লাল, নীল, হলুদ, সাদা, সোনালি, হরেক রঙের আলোর ব্যবহার করা হয়েছে। আলোকসজ্জার মাধ্যমে তৈরি করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুসহ মুক্তিযোদ্ধের বিভিন্ন প্রতীকী ও জাতীয় পতাকার আদলে এমন
মোহনীয় সাজে সেজেছে ভান্ডারিয়া।বিভিন্ন রঙ ও বর্ণের এসব আলোকসজ্জা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। মনকাড়া এমন আলোকসজ্জায় মুগ্ধ অনেকেই। সড়কের ল্যাম্পপোস্টে লাগানো হচ্ছে বিজয় দিবসের বিভিন্ন ব্যানার-ফেস্টুন আর পতাকা। এ সব ব্যানার ফেস্টুনে রয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়নের কথা ও জাতিকে বিজয় দিবসের শুভেচ্ছা।