মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:১৭ পূর্বাহ্ন
ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে পুলিশ আটক করার এক ঘণ্টা পর বাদি নারীকে মারধর ও তার বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে আসামির বাবা ও ভাইয়ের বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের পূর্ব চেচুরিয়া খদুলা পাড়ায়। এ ঘটনায় নির্যাতিতার মা বাদি জেসমিন আক্তার (৩৭) আহত হয়ে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১০ম শ্রেণির ছাত্রীকে গত ২২ আগস্ট ধর্ষণের চেষ্টা চালায় প্রতিবেশি বখাটে এনামুল হক প্রকাশ মোহাম্মদ রায়হান। ওই ঘটনায় মেয়ের মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যালে মামলা করেছেন। ওই মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বাঁশখালী থানার এএসআই সুমন কান্তি দে গত বুধবার বিকেল ৫টায় ধর্ষণ চেষ্টাকারী এনামুল হক প্রকাশ মোহাম্মদ রায়হানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের এক ঘণ্টা পর আসামীর বাবা নুরুল হক এবং ভাই আমিরুল ইসলাম লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে গিয়ে নির্যাতিত স্কুল ছাত্রীর মা জেসমিন আক্তারকে মাটিতে শুইয়ে বেধড়ক পেটাতে থাকেন। ওই সময় বাড়ি-ঘরে ভাঙচুর করে বিভিন্ন আসবাবপত্র ও মালামাল তছনছ করা হয়। ওই সময় প্রতিবেশিরা হামলাকারীদের কবল থেকে জেসমিন আক্তারকে উদ্ধার করে গত বুধবার রাতে বাঁশখালী হাসপাতালে ভর্তি করেছেন।
বাঁশখালী থানার এএসআই সুমন কান্তি দে বলেন, নির্যাতিতার মা আহত হবার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, আসামিকে গ্রেপ্তারের পর তার বাবা ও ভাইয়ের হামলার ঘটনাটি খুবই মর্মান্তিক। নির্যাতিত ওই নারীর পরিবার খুবই গরিব। প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া জরুরি।