রবিবার, ০৪ Jun ২০২৩, ০৭:২৬ পূর্বাহ্ন
ডেস্কঃ জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে দীর্ঘদিন ধরে চিকিৎসকদের স্বল্পতা থাকায় কাঙ্খিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিলো হাজার হাজার মানুষ। তাই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বার বার তাগাদা দেয়ারপর অবশেষে ৩৯তম স্পেশাল বিসিএসের মাধ্যামে নিয়োগ প্রাপ্ত ৫৭ জন ডাক্তার গত ১২.১২.১৯ তারিখে কর্মস্থলে যোগ দিয়েছে পিরোজপুর সদর ও ৭ উপজেলার হাসপাতালসহ ৫১টি ইউনিয়ন সাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ।
জেলা সিভিল সার্জন অফিসের দেয়া তথ্য মতে, আর আগে মঞ্জুরীকৃত প্রথম শ্রেনীর ১৭২ জন কর্মকর্তার মধ্য এম বি বিএস ডাকÍার ছিলো মাত্র ৫০ জন । নতুন নিয়োগে ৫৭ জন যোগ হয়েছে অর্থ্যাৎ বর্তমানে ডাক্তার রয়েছে ১০৭ জন যা দিয়ে অনেকটা সামাল দেয়া সম্বভ।
জেলা সিভিল সার্জন ডা.ফারুক আলম জানান,দীর্ঘদিন জনবল না থাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাচ্ছিল না। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর র্কতৃক প্যারামেডিকেল ডাক্তার ও নার্স নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। এ সব নিয়োগ হয়ে গেলে আর সমস্যা থাকবে না।
তিনি আরো বলেন, উপজেলা হাসপাতালে চিকিৎসক না থাকার বিষয়ে যে অভিযোগ রয়েছে, তা কাটিয়ে উঠে সার্বক্ষণিক যাতে চিকিৎসক থাকে নতুন নিয়োগের পর এ ব্যাপারে কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় কমপক্ষে ছয়জন করে চিকিৎসক দেওয়ার জন্য ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর, বিভাগীয় অফিসগুলোতে মনিটরিং সেল গঠন করা হয়েছে। ইতিমধ্যে এই মনিটরিং সেল কাজও শুরুকরেছে।
পিরোজপুর সদও হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৫০ উর্ধ্ব ডায়াবেটিক রোগী আ. বারেক জানান,‘আগে হাসপাতালে আইলে ডাক্তার পাইতাম না আর এ্যাহন আইসা বইয়া থাহা লাগেনা লগে লগে ডাক্তার চিকিৎসা দিয়া দেয় ।