বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৬:০৩ পূর্বাহ্ন
কাউখালী প্রতিনিধিঃ তৃণমূল নেতাকর্মীদের সু-সংগঠিত করে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে ম্ক্তু করতে হবে। জেল-জুলুম নির্যাতনের হাত থেকে বাঁচাতে হবে দেশকে বলেন বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তিনি সোমবার কাউখালী উপজেলার বেকুটিয়া ফেরীঘাটে এক পথসভায় এসব কথা বলেন। এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শিরিন আক্তার, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, আকন আব্দুল কুদ্দুস, বরিশাল জেলা (দক্ষিন) বিএনপির সভাপতি এবাদুল হক চান, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস,এম আহসান কবীর, সাধারন সম্পাদক এইচ,এম দ্বীম মোহাম্মদ, যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান মিঞা, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান নিক্সন সহ বহু নেতা কর্মী।