মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৯:২২ অপরাহ্ন
পিরোজপুরে পালিত হয়েছে দৈনিক ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণ অনুষ্ঠান। আজ মঙ্গলবার পিরোজপুর প্রেসক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হয় কেক কাটার মধ্য দিয়ে। ইত্তেফাকের পিরোজপুর অফিস প্রধান মুনিরুজ্জামান নাসিম আলীর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর সুধী সমাবেশে বক্তব্য রাখেন- প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও দুবলা ফিশার মেন গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, টিআইবি সনাকের সভাপতি এডভোকেট শহীদুল্লাহ খান, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, নারী নেত্রী মনিকা মন্ডল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল হাসান গাজী, পৌরসভার প্যানেল মেয়র আব্দুস সালাম বাতেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভির আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, নারীনেত্রী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজকর্মী অংশ নেন।