শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বিদ্যালয়ের সামনে সাঁকো না যেন মরন ফাঁদ নেছারাবাদে অর্থের বি‌নিময়ে নিরাপত্তাকর্মী নিয়োগের অ‌ভিযোগ পিরোজপুরে নারী নির্যাতন বন্ধে অপরাজিতা নেটওয়ার্কের সাংবাদিক সম্মেলন কাউখালীতে সমবায় সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত কাউখালীতে নবান্ন উৎসব উদযাপিত ভান্ডারিয়ায় মাছের পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কাউখালীতে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত কাউখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মঠবাড়িয়ায় কৃষকের গরু জবাই করে মাংস লুটে নিয়েছে দুর্বৃত্তরা ! কাউখালীতে ভূমি বিরোধ মিমাংসা ও ভূমিতে নারীর অভিগম্যতা বাস্তবতা ও করণীয়” শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত পিরোজপুরের ৩টি আসনে ১০ জনের মনোনয়ন পত্র বাতিল দলীয় সিদ্ধান্তে শাহজাহান ওমরকে সমর্থন দিলেন এমপি বিএইচ হারুন কাউখালীতে পরিবার পরিকল্পনা দপ্তরে জনবল সংকট থাকায় কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী কাউখালীতে সুপারি পারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্কুল শিক্ষার্থীসহ আহত পাঁচ : থানায় মামলা ভান্ডারিয়ায় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা! দল থেকে বহিস্কার নৌকা প্রতীকে নির্বাচন করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের মনোনয়নপত্র দাখিল ভান্ডারিয়ায় বাদল মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এম মনিরুজ্জামান
মাকে নির্যাতনের জন্য, বাবাকে পুলিশে দিলো শিশু সন্তান

মাকে নির্যাতনের জন্য, বাবাকে পুলিশে দিলো শিশু সন্তান

বাবা প্রায়ই মাকে মারপিট করতো। অসহায় ছোট্ট শিশুটি দিনের পর দিন মাকে নির্যাতনের শিকার হতে দেখেছে। অবশেষে থানায় গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ করেছে দশ বছরের শিশুপুত্র। পুলিশ শিশু সন্তানের অভিযোগ পেয়ে ওই ব্যক্তিকে আটক করেছে। ঘটনা ঘটেছে যশোর কোতোয়ালি থানায় রোববার দুপুরের দিকে।

যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ফয়সাল নামে শিশুটি দুপুরে থানায় এসে কাঁদতে কাঁদতে জানায়, তার পিতা জুয়েল তার মাকে মারপিট করেছে। তার অভিযোগ শুনে সাথে সাথে এসআই নুর ইসলামকে ওই শিশুসহ পাঠানো হয়। সে তার পিতা জুয়েলকে দেখিয়ে দিলে তাকে আটক করে থানায় আনা হয়।

এসআই নুর ইসলাম জানান, জুয়েলকে আটক করে থানায় আনার পর তার স্ত্রী ফাতেমা বেগমও থানায় আসেন। তিনি বলেন, স্বামীর বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হবে। তিনি জানান, শিশুটি তাদেরকে বলেছে, সে চায় তার মা-বাবা যেন মিলেমিশে থাকে। সেভাবেই পিতা জুয়েলের কাছ থেকে মুচলেকা নেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক মীর মঈন হোসেন মুসা জানান, দুপুরের দিকে তিনি দেখেন একটি শিশু ছোট্ট বাইসাইকেল নিয়ে থানায় এসে দাঁড়িয়ে কাঁদছে। তিনি কাছে গিয়ে কী হয়েছে জানতে চাইলে সে তাকে বলে, তার পিতা তার মাকে মেরেছে, তাই সে থানায় জানাতে এসেছে। তখন তিনি তাকে ওসির কাছে নিয়ে যান।

এ পরিবারটি যশোর শহরের বেজপাড়া তালতলা এলাকার বাসিন্দা। পিতা জুয়েল নির্মাণ শ্রমিকের কাজ করেন। শিশু ফয়সাল যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana