সুবীর সিকদার
হারিয়ে গেলেন প্রিয় মানুষ, ফজলে হোসেন স্যার,
এই দুনিয়ায় আর কোনদিন, দেখবো নাতো আর।
দারিদ্রতাকে কমিয়ে এনে- ঘুরাতে দেশের বাঁক,
চল্লিশ বছর আগে তিনি, গড়লেন ব্র্যাক।
ধীরে-ধীরে যাত্রা শুরু, চলতে থাকলেন আগে,
দেশের জন্য করবেই কিছু, মনেতে স্বপ্ন জাগে।
দক্ষতার এক চরম দৃষ্টান্ত, রেখে গেলেন সে,
ধন্য আজি বিশ্ববাসী এমন- সোনার মানুষ পেয়ে।
শিক্ষা দিক্ষায়, ব্যংকি সুবিধায়, এগিয়ে নিয়েছে দেশ,
জাতীর পিতা বঙ্গ বন্ধুর, স্বপ্ন দেখা সোনার বাংলাদেশ।
ব্র্যাক এখন বারটি দেশে সেবা যাচ্ছে দিয়ে,
এত সম্পদের এক কড়িও, সাথে যায়নি নিয়ে।
তবে নিয়েছেন তিনি অমূল্য ধন, কোটি প্রাণের শ্রদ্ধা,
জীবদ্দশায় তিনি ছিলেন, সফল একজন যোদ্ধা।
কর্মই আসল, কর্মই ধর্ম, কর্মের নেই কোন ক্ষয়,
সুকর্মের মাঝেই মানুষ এভাবে, চিরদিন বেঁচে রয়।
কোটি মানুষকে সিক্ত করে, গিয়েছেন তিনি চলে,
অসহায় মানুষের পাশে দাড়াতে, গিয়েছেন তিনি বলে।
মানুষের জন্য কাজ করতে, জীবন করেছে ক্ষয়,
ভেবে দেখেছ তাহার মত, মহান কজন হয়?