মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:১২ অপরাহ্ন
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার ধনু নদীতে মাছ শিকারিদের দ্রুতগতির দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে মুখলেছ মিয়া (২৩) নামে এক জেলে নিহত হয়েছেন।
এ সময় সৈকত ও রবিউল নামে অন্য দুই জেলে গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতের উপজেলার কুর্শি গ্রামের সামনে ধনু নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুখলেছ মিয়া উপজেলার কুর্শি নয়াবাড়ির শানু মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাদলা গ্রামের দিন ইসলাম ও কুর্শিগ্রামের মনির হোসেনের ইঞ্জিন চালিত নৌকা দুটি মঙ্গলবার মধ্যরাতে মাছ ধরতে ধনু নদীতে যায়। এ সময় কুর্শিগ্রামের সামনে ধনু নদীতে দ্রুতগতির নৌকা দুটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান মুখলেছ মিয়া।
খবর পেয়ে বাদলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণি মিয়াকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইটনা থানার ওসি মুর্শেদ জামান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।