সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৭:৫৮ পূর্বাহ্ন
জুলফিকার আমীন : বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ সংগঠনকে আ‘লীগের সহযোগি সংগঠন হিসেবে ঘোষণা করায় প্রধানমন্ত্রী ও আ‘লীগ সভাপতি শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা মৎস্যজীবী লীগ আলোচনা সভা করেছে। বুধবার সকাল ১১ টায় মঠবাড়িয়া উপজেলা মৎস্যজীবী লীগের পৌর শহরের অস্থায়ী কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পিরোজপুর জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম জালাল।
সভায় মঠবাড়িয়া উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো.আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জমাদ্দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা নূরুল আমীন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, জুলফিকার আমীন সোহেল, মহিলা বিষয়ক সম্পাদক শাহিনুর চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. মোস্তাফিজুর রহমান ও ১১ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক।
পিরোজপুর জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম জালাল প্রধানমন্ত্রী ও আ‘লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় আ‘লীগ ও তার অঙ্গ এবং সহযোগি সংগঠনে অনুপ্রবেশকারিরা কৌশলে ঢুকে সরকারের বদনাম ছড়াচ্ছে ও দলের ক্ষতি করছে। পিরোজপুর জেলার মৎস্যজীবীলীগ সংগঠনে কোন অনুপ্রবেশকারির স্থান হবেনা। প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে হলে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি বাস্তবায়নে কাজ করতে হবে।