শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৯:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বিদ্যালয়ের সামনে সাঁকো না যেন মরন ফাঁদ নেছারাবাদে অর্থের বি‌নিময়ে নিরাপত্তাকর্মী নিয়োগের অ‌ভিযোগ পিরোজপুরে নারী নির্যাতন বন্ধে অপরাজিতা নেটওয়ার্কের সাংবাদিক সম্মেলন কাউখালীতে সমবায় সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত কাউখালীতে নবান্ন উৎসব উদযাপিত ভান্ডারিয়ায় মাছের পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কাউখালীতে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত কাউখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মঠবাড়িয়ায় কৃষকের গরু জবাই করে মাংস লুটে নিয়েছে দুর্বৃত্তরা ! কাউখালীতে ভূমি বিরোধ মিমাংসা ও ভূমিতে নারীর অভিগম্যতা বাস্তবতা ও করণীয়” শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত পিরোজপুরের ৩টি আসনে ১০ জনের মনোনয়ন পত্র বাতিল দলীয় সিদ্ধান্তে শাহজাহান ওমরকে সমর্থন দিলেন এমপি বিএইচ হারুন কাউখালীতে পরিবার পরিকল্পনা দপ্তরে জনবল সংকট থাকায় কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী কাউখালীতে সুপারি পারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্কুল শিক্ষার্থীসহ আহত পাঁচ : থানায় মামলা ভান্ডারিয়ায় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা! দল থেকে বহিস্কার নৌকা প্রতীকে নির্বাচন করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের মনোনয়নপত্র দাখিল ভান্ডারিয়ায় বাদল মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এম মনিরুজ্জামান
কাঁদছে দরিদ্র মানুষ, তীব্র শীতে পাশে দাড়ালো ‘বনেক’

কাঁদছে দরিদ্র মানুষ, তীব্র শীতে পাশে দাড়ালো ‘বনেক’

আকাশ ইসলাম: সারা দেশজুড়ে চলছে শৈত প্রবাহ। তীব্র শীতে জনজীবন হয়ে পরেছে দুর্বিষহ। গত কয়েক দিনের টানা শৈত্য প্রবাহ আর ঘনকুয়াশায় চরম বেকায়দায় পড়েছে দরিদ্র পরিবারের মানুষ। অনেকের গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে কোনমতে শীত নিবারণ করতে দেখা গেছে। দিন-রাত ঘন কুয়াশাগুলো বৃষ্টির মত শিশির পড়েছে। হিমেল হাওয়া ও কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে সর্বত্র। এমন অবস্থায় দরিদ্র মানুষদের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেছে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ’ (বনেক)। ‘সাধ্যের মধ্যে সবটুকু’ এই স্লোগানকে প্রতিবাদ্য বিষয় রেখে দরিদ্র এসব মানুষের পাশে দাড়িয়েছে তারা। সদ্য প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনটি বুধবার (২৫ ডিসেম্বর) রাতে রাজধানী মিরপুরের আলদি এলাকায় শীতের কম্বল বিতরণ করেছে। অনুষ্ঠানে যাতে কোন প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হতে পারে সেই উদ্দেশ্য সার্বক্ষনিক সহযোগীতা করেছেন পল্লবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামর ও তার টিম।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রায় শতাধীক দরিদ্র ও অসহায় নারী-পুরুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ। তিনি বলেন, ‘কোন লোক দেখানো কিংবা সংগঠনের প্রচারের জন্য আমরা দরীদ্রদের পাশে দাড়াইনি। বরং সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা চিন্তা করেছি আমাদের সাধ ও সাধ্যের মধ্যে তাদের পাশে দাড়ানো উচিত। বনেক শুধু মাত্র একটি সংগঠনই নয় এটি একটি সমাজের দুস্থ অসহায় মানুষের পাশে দাড়ানোর একটি ছাতাও বলা যেতে পারে। আমরা আমাদের সাধ্যের মাধ্যে সামনের দিকেও সমাজের এইসব অসহায়, দুস্থ মানুষের জন্য কাজ করে যাব।’

বনেকে’র উপদেষ্টা ও দৈনিক আমাদের কণ্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদের নেতৃত্বে একদল তরুণ সম্পাদক শীত বস্ত্র বিতরনে অংশগ্রহন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনেকের উপদেষ্টা খন্দকার সাইফুল ইসলাম সজল, সভাপতি খায়রুল আলম রফিক, সিনিয়র সহ-সভাপতি তাজবীর হোসাইন সজিব, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ, মহিলা বিষয়ক সম্পাদিকা জিন্নাতুন নাহার ও প্রচার সম্পাদক নাহিদুর রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana