মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০১:২০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক।।
দিনাজপুরের হাকিমপুর থানাধীন চাঞ্চল্যকর মেহেদী হাসান (৩৪) হত্যার মূল পরিকল্পনাকারীসহ তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকা থেকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে র্যাব-১ এর একটি দল তাদের গ্রেফতার করে।
গ্রেফতার তিনজন হলেন- দেলোয়ার হোসেন (২৫), মোছা. দেলোয়ারা বেগম (৪৫) ও মো. হারুন (৩৫)।
র্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম জানান, চাকরি দেয়ার কথা বলে মেহেদী হাসানের (সনি) কাছ থেকে ৩ বছর পূর্বে ৪ লাখ টাকা নেয় মিজানুর রহমান। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও চাকরি না দেয়ায় একাধিকবার টাকা ফেরত চাইলে মিজানুর রহমান তালবাহানা করতে থাকে এবং একপর্যায়ে পলাতক হয়ে আত্মগোপন করেন।
গত ৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে দেলোয়ারা বেগমের বাড়িতে যান মেহেদী। এ সময় মিজানুরের কাছে পাওনা টাকা ফেরত চাইলে উল্টো গালিগালাজ করেন। মেহেদী প্রতিবাদ করলে মিজানের নির্দেশে দেলোয়ার, হারুন ও দেলোয়ারাসহ অন্য আসামিরা মেহেদীর কপালে এবং বুকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় ৪ ডিসেম্বর রাতেই হাকিমপুর থানায় একটি হত্যা মামলা হয়। মামলা নং ৪। ঘটনাটি সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে গুরুত্বের সাথে সংবাদ প্রচারিত হয়।
হত্যাকাণ্ডের পর র্যাব-১ তাৎক্ষণিকভাবে ছায়া তদন্ত শুরু করে। বৃহস্পতিবার ভোরে র্যাব-১ এর একটি দল উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ওই হত্যায় জড়িত দেলোয়ার হোসেন, দেলোয়ারা বেগম ও হারুনকে গ্রেফতার করে।
র্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম জানান, গ্রেফতার তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক অন্য আসামিদেরও গ্রেফতারে চেষ্টা চলছে।