বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৫:৪১ পূর্বাহ্ন
নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে জেলা পুলিশ সুপারের উদ্যোগে উপজেলার ৪শতাধিক হতদরিদ্র ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার রাতে থানা প্রাঙ্গনে পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খানের উপস্থিতিতে ও নিজস্ব অর্থায়নে হতদরিদ্র ও শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মো. আহম্মেদ মাঈনুল, উপজেলা চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মো. মোশারেফ হোসেন খান, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুনিরুল ইসলাম মুনির, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহমুদ খান প্রমুখ।