সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৭:৩১ পূর্বাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আজ বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস মিলানায়তনে কৃষকের মাঝে এ সার ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, কৃষি সম্প্রাসন কর্মকর্তা রেজাউল করিম, সহকারী কৃষি সম্প্রাসন কর্মকর্তা ফিরোজ আলম, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, উপজেলার ৫শ’৬০ কৃষককে রবি মৌসুমের ভুট্রা, সূর্যমূখী, মুগ ডালের ২ কেজি করে বীজ ও ২০ কেজি ড্যাপ এবং ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।