মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
জাতীয় জরুরি সেবা (পুলিশ হেল্প লাইন) ৯৯৯ এ কল দিয়ে এবার ময়মনসিংহের হালুয়াঘাটে অপহরণকারীদের কবল থেকে রক্ষা পেয়েছে উপজেলার শাকুয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক কিশোরী। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার শাকুয়াই ইউনিয়নের শাকুয়াই মোড়ে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ৯৯৯ এ কল পেয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস-এর নেতৃত্বে এসআই শামসুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষণিকভাবে ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশের সহযোগিতায় একটি সাদা মাইক্রোবাস (যাহার নং- ঢাকা মেট্রো-গ-২৯-৮৭৫) সহ অপহরণকারী দলের দুই সদস্যকে আটক করে।
আটককৃতরা হলেন হালুয়াঘাট উপজেলার শাকুয়াই গ্রামের আঃ বারীর পুত্র মো. এনায়েত কবির (৩২) এবং খুলনা জেলার দিঘলিয়া থানার সেনহাটি গ্রামের আঃ সালামের পুত্র মো. আল মামুন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিশোরীর পিতা ফজলুল হক বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি ডায়েরি করেছেন।
এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অপহরণকারী ২ জনকে আটকের পর মামলা করা হয়েছে।