বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুররে ভান্ডারিয়ায় আমন ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক বাছাই করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভান্ডারিয়া উপজলো প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধদিপ্তর ও উপজলো খাদ্য বিভাগরে আয়োজনে উপজেলা মিলনয়াতনে এই লটারি অনুষ্ঠতি হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান প্রমূখ। উলখ্যে উপজলোর প্রান্তিক চাষিদের কাছ থেকে স্থানিয় প্রশাসনরে মাধ্যমে এবছর ২৬ টাকা দরে আমন ধান ক্রয় করবে সরকার। এই উপজেলায় এবারই প্রথম আমন ধান ক্রয় করা হচ্ছে। আর এতে ১হাজার ২৪জন কৃষক আবেদন করায় লটারীর মাধ্যমে ৭৬৩জন কৃষক নির্বাচন করা হয়। এর মধ্যে নদমুলা ইউনিয়নের ৫৮জন, পৌর সভায় ৯০জন, ধাওয়া ইউনিয়নে ৮১ জন, তেলিখালীতে ১১১ জন, গৌরীপুর ইউনিয়নে ১৩০জন, ইকড়িতে ১০৫ জন ও ভিটাবাড়িয়ায় ১০৮ জন সহ মোট ৭৬৩ জন কৃষক নির্বাচন করা হয়। এসময় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পৌরসভা সহ ৬ ইউনিয়নের ৩৮০জন প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে ভুট্রা, সূর্যমুখি, মূগ, সার ও কিটনাশ বিতরণ করা হয়।