মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ন
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের বেশ কয়েকটি রাজ্য। আন্দোলন ঠৈকাতে শক্ত দমননীতি গ্রহণ করেছে দেশটির উত্তর প্রদেশ সরকার।
মেরুট, সম্ভল, কানপুর, ফিরোজাবাদ, লাখনোৗসহ বিভিন্ন জায়গায় কার্যত খানা তল্লাশি চালাচ্ছে রাজ্য পুলিশ। সহিংসতা রুখতে ইতোমধ্যে ৪৯৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ৫ হাজারের বেশি বিক্ষোভকারীকে। গ্রেফতার হয়েছেন ১ হাজার ২৪৬ জন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরও চলছে কড়া নজরদারি। উত্তর প্রদেশ পুলিশ সূত্রে খবর, প্রায় ২১ হাজার পোস্টকে আপত্তিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১০ হাজার ৩৮০ টুইট, ১০ হাজার ৩৩৯ ফেসবুক পোস্ট এবং ইউটিউবের ১৮১ ভিডিও। সোশ্যাল মাধ্যমে আপত্তিকর পোস্ট করার অভিযোগে ৯৫টি মামলা করা হয়েছে।
প্রশাসনের এই তৎপরতায় বাহবা জানিয়েছে যোগীর দফতর। সহিংসতার জেরে সরকারি সম্পত্তির ক্ষতিপূরণ অনেকাংশে আদায় করা গেছে বলে প্রশাসনের তরফে দাবি করা হয়। বুলন্দশহরে প্রায় ৬ লাখের বেশি টাকা তোলা হয়েছে।
এক ভিডিওতে দেখা গেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকরা সেই অংকের ডিমান্ড ড্রাফ্ট তুলে দিচ্ছেন সরকারি অফিসারের হাতে।
উল্লেখ্য, উত্তর প্রদেশে অশান্তির জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৯ জনের। এক তৃতীয়াংশ জায়গায় ইন্টারনেট সেবা বন্ধ। উত্তর প্রদেশ আর্মড কনস্ট্যাবুলারির ১২ হাজার সেনা এবং তিন হাজারের বেশি আধা সেনা টহল দিচ্ছে যোগীর রাজ্যে। সূত্র: জিনিউজ