মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১২:২১ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালীতে আধুনিক চক্ষু চিকিৎসা সেবা সুবিধা বঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনষ্টিটিউট ও হাসপাতালের কার্যক্রম ও চক্ষু চিকিৎসা কেন্দ্রের চিকিৎসা কার্যক্রম উদ্বোধন। শনিবার উপজেলার শহরের টেম্পু স্ট্যান্ডের সুরমা মার্কেটে প্রধান অতিথি থেকে চক্ষু চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনষ্টিটিউট ও হাসপাতাল এর পরিচালক গাজী নজরুল ইসলাম ফয়সাল। এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ছিদ্দিকুর রহমান, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনষ্টিটিউট কনসানট্রেড ডাঃ মোঃ নজরুল ইসলাম, ম্যানেজার আশ্রাব লিখন, প্রোগ্রাম ম্যানেজার ফারুক হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী থানার এসএসআই মনিরুল ইসলাম, সমাজ সেবক ছাইদুর রহমান।