মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের ত্রিশালে ধর্ষকের নামে মামলা করে বিপাকে পড়েছেন ধর্ষিতা , তার বাবা – মা এবং পরিবারের সদস্যরা। ধর্ষক আওলাদ হোসেন ধর্ষণের শিকার গৃহবধূ শিরিন আক্তারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।
ত্রিশালের বালিপাড়ায় বাড়িতে তার বাবা- মাকে একা পেয়ে তাদের উপর হামলা ও লুটপাট করেছে আওলাদ ও তার সহযোগীরা। ত্রিশাল থানায় শিরিন আক্তারের দায়েরকৃত ধর্ষণ মামলা থানা পুলিশ আদালতে চার্জশিট প্রদান করলেও অজ্ঞাত কারণে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ধর্ষক আওলাদ হোসেন ও সাঙ্গপাঙ্গরা ।
মামলার বাদী শিরিনকে নানাভাবে জীবননাশের হুমকি দিয়ে যাচ্ছে । মামলা তুলে নিতে চাপ সৃষ্টিসহ নানাভাবে হুমকি দেয়ায় শিরিন পুলিশ হেডকোয়ার্টার্সেও অভিযোগ করেছেন । উপরন্তু আওলাদ তার লোকজনদের দিয়ে মিথ্যা মামলা দিয়ে শিরিন ও তার পরিবারকে হয়রানি করছে ।
শিরিন অভিযোগ করে বলেন, আওলাদ প্রকাশ্যে হুমকি দিয়ে বলছে যে, ১৫ দিনের মধ্যে মামলা তুলে না নিলে তাকে এলাকা থেকে উচ্ছেদ করবে এবং মামলা দিয়ে হয়রানি করবে । এদিকে পুলিশ আওলাদকে গ্রেফতার না করে উল্টো শিরিনকে হয়রানি করায় মানবাধিকার সংগঠনসহ জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
মামলার তদন্তকারী ত্রিশাল থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম জানান, শিরিনের বিরুদ্ধে থানায় অভিযোগ ওসি স্যারের নির্দেশে তদন্ত করছি ।
এব্যাপারে জানতে ত্রিশাল থানার ওসি আজিজুর রহমানের সাথে মোবাইলে বার বার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি ।