রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন
নাজিরপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে কলেজছাত্রীকে অপহরণ করে পালানোর সময় প্রাইভেটকারসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। শনিবার বিকেল ৩টায় উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- শ্রীরামকাঠি গ্রামের খলিল শেখের ছেলে এখলাছ হোসেন শেখ, ভীমকাঠি গ্রামের বিমল মণ্ডলের ছেলে সিধু মণ্ডল এবং পিরোজপুর সদর উপজেলার উত্তর শিকারপুর এলাকার ফারুক হাওলাদারের ছেলে গাড়িচালক নুরুজ্জামান হাওলাদার।
ওই ছাত্রীর বাবা জানান, তার মেয়ে নাজিরপুর উপজেলা সদরের সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণিতে পড়ে। স্বরূপকাঠি উপজেলার ভরতকাঠি গ্রাম থেকে নিয়মিত কলেজে আসা-যাওয়া করে। শ্রীরামকাঠি গ্রামের এখলাছ শেখ তাকে প্রেমের প্রস্তাব দেওয়াসহ দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকি দেয় এখলাছ। শনিবার দুপুরে মেয়েটি তার মায়ের সঙ্গে মামাবাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে ফিরছিল। শ্রীরামকাঠির বকুলতলা এলাকায় ওতপেতে থাকা এখলাছ শেখসহ তার সহযোগীরা মায়ের সামনে থেকে মেয়েটিকে মুখ চেপে ধরে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নাজিরপুর সদরের দিকে চলে যায়।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা যুবলীগের সহসভাপতি ফারুক হাওলাদার বলেন, ওই ছাত্রীকে অপহরণ করে প্রাইভেটকার নিয়ে পালানোর সময় মেয়েটির মা চিৎকার দেয়। এ সময় তিনিসহ কয়েকজন এগিয়ে যান। তার কাছে ঘটনা শুনে উপজেলার কালীবাড়িতে থাকা লোকজনদের ফোন করে প্রাইভেটকারটি আটক করতে বলা হয়। পরে সেখানকার লোকজন প্রাইভেটকারসহ ওই তিনজনকে আটক করে।
নাজিরপুর থানার ওসি মুনিরুল ইসলাম মুনির জানান, কলেজছাত্রীসহ আটক তিনজন থানা হেফাজতে আছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।