মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১২:১৭ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে পারিবারিক অধিকার থেকে বঞ্চিত অসহায় এক অন্ধ স্কুল শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম কাজীর ন্যায্য অধিকার পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে তারই মেয়ে। আজ শনিবার সকালে শহরের টাউন ক্লাব রোডে বিভিন্ন শ্রেণীপেশার নাগরিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববনন্ধনে অসহায় অন্ধ স্কুল শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম কাজীর মেঝো মেয়ে সৈয়দা ফরহানা ফেরদৌসির সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডল, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জাহিরুল হক টিটু, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক খালিদ আবু, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাইনুল আহসান মুন্না, পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্নয়ক হাসিবুল ইসলাম হাসান, জেলা মহিলা পরিষদের নেত্রী শিখা রাণী প্রমুখ।
মানববনন্ধনে বক্তারা বলেন,অন্ধ স্কুল শিক্ষক সৈয়দ নজরুল ইসলামের বড় মেয়ে কানিজ ফাতেমা মাকে জিম্মি করে মেঝো মেয়ে ফরহানা সহ তার পিতার প্রাপ্য সম্পত্তি থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত করে আসছে। প্রশাসন তথা বিভিন্ন যায়গায় দেনদরবার করেও প্রতিকার না পাওয়ায় পিতার হয়ে তিনি এ মানববন্ধন করছেন। তিনি তার ও পিতার প্রাপ্য সম্পত্তি ফিরে পেতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের হস্থক্ষেপ কামনা করেন।