রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শহিদুল ইসলাম সাগর নামে যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে মঠবাড়িয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপন বিশ্বাস এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম সাগর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার তারাবুনিয়া গ্রামের আজাহার আলী সর্দারের ছেলে।
মঠবাড়িয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, শুক্রবার বিকেলে ওই প্রবাসীর স্ত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন শহিদুল। ওই সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ইউএনও তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।