মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০১:০৫ অপরাহ্ন
তরিকুল ইসলাম,
গত দুই দিনে পিরোজপুর জেলার ভান্ডারিয়া সহ উপকূলীয় এলাকায় হালকা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত ও শীতল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সাগরে লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার সারাদিন আকাশ মেঘলা ছিল। এদিন পিরোজপুরে সন্ধ্যার দিকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়ে শুক্রবার বিকেল পর্যন্ত অব্যাহত ছিল। দুই দিনের বৃষ্টিপাতের কারণে দক্ষিণ উপকূলীয় এলাকার নিচু জমিতে পানি জমে গিয়েছে। এদিকে হঠাৎ করে শনিবার থেকে মৃদু শৈতপ্রবাহে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ক্রেতাদের ভীড় বেড়েছে পুরনো কাপড়ের দোকানে। সেখান থেকে যে যার সাধ্যমত পুরনো শীতবস্ত্র কিনে শীত নিবারনের চেষ্টা করছেন। পিরোজপুরের ৭টি উপজেলা কঁচা, বলেশ্বর, সন্ধ্যাসহ আরও কতগুলো বড় নদী দ্বারা বিভক্ত থাকায়, নদী থেকে ছুটে আসা বাতাসের কারণেই এ এলাকায় শীতের তীব্রতা দেখা দিয়েছে বলে জানান স্থানীয়রা। গত দুই দিনে প্রয়োজনীয় ও জরুরি কাজ ছাড়া কেউ বাড়ি-ঘর থেকে তেমন একটা বেড় হননি। বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার প্রকোপ। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। দিনে গাড়ির হেডলাইট জ্বালিয়েও বেশি দূরের জিনিস দেখা যাচ্ছে না। আজকে কুয়াশার প্রকোপ আরও বেড়ে যেতে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত ঘন কুয়াশার চাদর থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।