মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১২:০৫ অপরাহ্ন
২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হলে হোয়াইট হাউস ছাড়তে পারেন মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের মেয়ে ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প এমনই ইঙ্গিত দিয়েছেন। এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তার বাবা আবার জিতলে তিনি প্রশাসনে দায়িত্ব পালন করবেন কি না? এমন প্রশ্নের জবাবে ইভাঙ্কা বলেন, ‘আমার সন্তানেরা আমার প্রথম এবং সর্বাধিক প্রাধান্য।’ তিনি বলেন, ‘আমার কাছে নিজের সুখের চেয়ে সন্তানদের সুখ বেশি প্রাধান্য পায়। আমি আমার সিদ্ধান্ত পরিস্থিতি অনুযায়ী নিই। তবে ওদের প্রয়োজনটাই অগ্রগণ্য।’
ইভাঙ্কা বলেন, ‘আড়াই বছর ধরে আমি প্রায় প্রতিটি অঙ্গরাজ্যে ভ্রমণ করেছি। এটি সুযোগ তৈরি করে দিয়েছে।’
যদিও এখনো কাজ অসমাপ্ত রয়েছে বলে মনে করেন ইভাঙ্কা। তিনি বলেন, ‘আমরা মানুষের জন্য অনেক কাজ করেছি। তবে তা এখনো যথেষ্ট নয়।’
প্রশাসনে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন কি না? এমন প্রশ্নের জবাবে ট্রাম্পকন্যা বলেন, ‘আসলে আমার কাছে রাজনীতি সত্যিই কম আকর্ষণীয়।’
ইভাঙ্কা এবং তাঁর স্বামী জ্যারেড কুশনার দুজনই ২০১৭ সাল থেকে ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালন করছেন। এর আগে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারেও এই জুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।