বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৫:৩১ পূর্বাহ্ন
নড়াইলের লোহাগড়ায় বখাটের উৎপাতে অতিষ্ট হয়ে এক স্কুলছাত্রী (১৩) আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। লোহাগড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ছাত্রীর পিতা সেলিম সরদার বলেন, ‘বখাটে ইমামকে কয়েকবার সাবধান করেছি। মেয়েকে উত্যক্ত করা থামেনি বরং হুমকি দিয়েছে।’
লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার নাইমা জানান, ওই ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছি। অভিযুক্ত বখাটের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন, ‘ছাত্রীর পরিবার থেকে লিখিত কোনও অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’