শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:২৬ পূর্বাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়র যুবলীগ সভাপতি শহীদ সরদার (৪০)কে শনিবার রাতে স্থানীয় মিরুখালী বাজারে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। চোট ভাইকে বাঁচাতে বড় ভাই বাচ্চু সরদার (৫২) এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শহীদ ও বাচ্চু সরদার উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের মৃত আনোয়ার হোসেন সরদারের ছেলে।
জানাগেছে, শনিবার রাতে মিরুখালী বাজারে (বাঁধের পাশে) দলিল লেখক সিদ্দিক জমাদ্দারের ঘরে বসে শহীদ সরদার এবং খায়ের ঘটিচোরা মাদ্রাসার সহ-শিক্ষক আঃ সালাম জমিজমা সংক্রান্ত কাগজপত্র দেখছিল। এ সময়ে ৭/৮ জনের এক দল দুর্বৃত্ত ধারাল রামদা ও দা নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে শহীদকে এলোপাথারি কোপাতে থাকে। এ সময় শহীদের ডাক চিৎকারে তার বড় ভাই বাচ্চু সরদার এগিয়ে এল তাকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় । পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিমে প্রেরণ করে।
মঠবাড়িয়া থানার ওসি তদন্ত আঃ হক জানান, এঘটনায় আহতের ভাই ফরিদ উদ্দিন চুন্ন বাদি হয়ে রোববার দুপুরে ৮ জন নামীয় এবং অজ্ঞত ২-৩জনতে আসামী করে একটি মামলা দায়ের করেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।