সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যায়ল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরু হয়েছে। সোমবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস পিরোজপুর এর আয়োজনে জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জেছের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মাহমুদ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন ও শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকারের কারনে দেশ আজ ক্রীড়া অঙ্গনে এগিয়ে চলছে। বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশের খেলোয়াররা বেশ সুনাম ও জনপ্রিয়তা অর্জন করেছেন। তাই মাদক মুক্ত দেশ ও জাতী গঠনে খেলা-ধুলার কোন বিকল্প নেই।