মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:৫৭ অপরাহ্ন
ভাণ্ডারিয়া প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশ্চিম রাজপাশা গ্রামের আল-আমিন হত্যার ঘটনায় তার বাবা আ. মন্নান খান বাদী হয়ে শনিবার ৯ জনকে আসামী করে ভাণ্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। থানা পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলার গৌরিপুর ইউনিয়নের রাধানগর এলাকা থেকে এ মামলার প্রধান আসামী জসীম খানকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশ্চিম রাজপাশা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ২৬ ডিসেম্বর বিকেলে মো. আল-আমীনখান (৩৫) কে পিটিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ। পরে বৃহস্পতিবার রাতে সে চিকিৎসাধিন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যান। আল-আমিন খান ঢাকায় উচ্চআদালতের একজন আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন