মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১১:৩৪ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় জলাতঙ্ক রোগ নিমূলের লক্ষ্যে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলানয়তনে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত।
এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নারী ভাইস চেয়ারম্যান নাছরিন জাহান, উপজেলা ভেটনারী সার্জন শ্যামল চন্দ্র দাস, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, (এমডিভি) প্রোগ্রাম সুপারভাইজার মাহাতাব উদ্দিন আহম্মেদ, উপ-পুলিশ পরিদর্শক সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য রাজা মিয়া প্রমূখ।
এ সময় বক্তারা জলাতঙ্ক রোগ নিমূলের লক্ষ্যে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।