মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১২:৫৪ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই শিশুদের ভালোবাসেন। প্রায় তাকে দেখা যায় শিশুদের সঙ্গে খেলতে। এবারও শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে খেলায় অংশ নিলেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ২০২০ শিক্ষাবর্ষের বই উৎসব উদ্বোধন করেন শেখ হাসিনা।
উদ্বোধন শেষে গণভবনের লনে যান প্রধানমন্ত্রী। তার সঙ্গে শিশুরাও মাঠে প্রবেশ করে। এসময় শিশুদের সঙ্গে খেলা ও আনন্দে মতে ওঠেন তিনি।
দোলনায় বসা শিশুদের দোল দেন প্রধানমন্ত্রী। বেশ কিছু সময় কাটান তাদের সঙ্গে। শিশুরাও উপভোগ করে প্রধানমন্ত্রীর স্নেহ ও ভালোবাসা।