*********** সুবীর সিকদার **********
ইংরেজি বছরের শেষের মাসটি হল ডিসেম্বর।
বাংলা বছরের প্রথম মাসটি আসে চৈত্রের পর,
2020 ইংরেজি সাল, আসছে ক’দিন পরে,
সুখের প্রদীপ জলে উঠুক বাংলার ঘরে-ঘরে।
ঊনিশের গ্লানি ভুলে, জীবন সাজাও নতুন করে,
সকল দুঃখ-ব্যথা ধুয়ে-মুছে নতুনকে নাও বরে।
পুরোনো বছর কেঁটেছে যাদের দুঃখ কষ্ট করে,
নতুন বছর উঠুক তাদের, সুখ-শান্তিতে ভরে।
ব্যবসা বা চাকুরি করেন, বাংলার যত ভাই,
নতুন বছর দারুন কাটুক, এটাই আমি চাই।
কর্মহীণ বেকার যারা, চলছেন কষ্ট সয়ে,
বিশ সালে কাজের সুযোগ, যাক তাদের হয়ে।
ছাত্র-ছাত্রী আছো যারা, লেখা-পড়া করো-
আগামীর ভবিষ্যত তোমরা, মন দিয়ে পড়ো।
নতুনের উদ্যমে ভরে উঠুক সকলের বুক,
নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ।