মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১২:০৩ অপরাহ্ন
খুব শিগগিরই ‘গণমাধ্যম কর্মী আইন’ মন্ত্রিসভায় উত্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, এ আইনটি এখন পরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে আছে এবং শিগগিরই এটি মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।
অবৈধ ডিটিএইচ (ডিরেক্ট-টু-হোম) ডাউনলোড সংযোগের বিষয়ে তথ্যমন্ত্রী জানান, সারাদেশে অবৈধ ডিটিএইচ সংযোগের বিরুদ্ধে আজ (১ জানুয়ারি) থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। অবৈধ ডিটিএইচ সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সকল জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে।
এর আগে, গতবছর ২ সেপ্টেম্বর থেকে পুরো ভারতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার ভারতে শুরু হয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘এ মাসেই ভারতে বাংলাদেশ বেতার সম্প্রসারণ শুরু হবে।’