রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:১৩ পূর্বাহ্ন
কামরুল হাসান মুরাদ:: বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক( মন্ত্রী) বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল আসানাত আবদুল্লাহ এমপি মহোদয়ের ব্যক্তিগত সহায়তা পেল ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের গাজী বাড়ি এলাকার বৃদ্ধ আমির হোসেন(৭৫) ও তার বৃদ্ধা স্ত্রী সহ পরিবার। গত (১৯ ডিসেম্বর ২০১৯) বিভিন্ন পত্র-পত্রিকা সহ আনলাইনে ”রাজাপুরে জরাজীর্ণ বসতঘরে বৃদ্ধ-বৃদ্ধার মানবেতর বসবাস” এই শিরোনামে সংবাদ প্রকাশ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজাপুর এর যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক কামরুল হাসান মুরাদ। এই সংবাদটি নজরে আসে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল আসানাত আবদুল্লাহ এমপি মহোদয়ের।
বুধবার (১জানুয়ারি) দুপুরে বৃদ্ধ আমির হোসেনের নিজ বাড়িতে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) মহোদয়ের পক্ষ থেকে বৃদ্ধ আমির হোসেন ও তার বৃদ্ধা স্ত্রী সহ পরিবারকে দুই বান টিন, দুই বোস্তা চাল, চারটি কম্বল সহ নগদ ৬হাজার টাকা সহায়তা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা আওয়ামীলীগ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল হোসেন মোল্লা, গৌরনদী পৌর যুবলীগ এর সাধারন সম্পাদক মোঃ আল- আমিন হাওলাদার, সাংবাদিক এমরান হোসেন আদনান, স্থানীয় ইউপি সদস্য বেল্লাল হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।