মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১১:৩৩ পূর্বাহ্ন
মাস পাঁচেক আগে বিষ্ণুপুরের বগাখালির ন’হাজারি গ্রামের বাসিন্দা বছর একুশের বিনোদ সরদারের বিয়ে হয় নোদাখালি থানার ডোঙারিয়ার বাসিন্দা বছর ঊনিশের অর্পিতার। পেশায় গাড়ির চালক ছিল বিনোদ।
বিনোদের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই অর্পিতা বারবার বিনোদকে চাপ দিত তার বাপের বাড়িতে গিয়ে থাকার জন্য। কিন্তু বিনোদ সেই প্রস্তাবে কখনোই রাজি হয়নি। আর সে কারণেই প্রায়শই অশান্তি হত ওই দম্পতির মধ্যে।
রোববার রাতে স্বামীর সঙ্গে ঝগড়া করে অর্পিতা তার বাবা-মাকে ডেকে তাদের সঙ্গেই বাপের বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পরও বিনোদকে ফোন করে অর্পিতা সেখানে গিয়ে থাকার জন্য বারবার অনুরোধ করে। ফোনেও দম্পতির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে জানা যায়।
জানা গেছে, সোমবার রাতে খাওয়া-দাওয়া সেরে বিনোদ নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মঙ্গলবার সকালে তাকে ডাকতে গিয়ে পরিবারের লোকজন দেখেন ঘরের মধ্যে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ির ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।