সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন
আগামী ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে দীপিকা পাডুকোনের ছবি ‘ছাপাক’। বছর শেষে তাই এই ছবির প্রমোশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। এই ব্যস্ততার মধ্যেও সোশ্য়াল মিডিয়ায় তার অবাধ যাওয়া আসা রয়েছে। সেখানেই ছবির সেটের বিহাইন্ড দ্য সিন ভিডিও শেয়ার করছেন দীপিকা।
এই সব বিহাইন্ড দ্য সিন ভিডিয়োর নাম দিয়েছেন ‘দীপিজম’। তেমনই একটি ভিডিওতে দেখা যাচ্ছে মেঘনা গুলজারের সঙ্গে কথা বলার ফাঁকে চোখ মারছেন দীপিকা পাডুকোন। দীপিকার সেই পোস্ট দেখে অভিভূত হয়েছেন চোখ মেরে ভাইরাল হওয়া প্রিয়া প্রকাশ ভারিয়ার।
প্রিয়ার ইনস্টাগ্রাম পোস্ট থেকেই স্পষ্ট যে, দীপিকার এই একটি ভিডিওতেই কতটা হতচকিত এবং আবেগাপ্লুত হয়েছেন প্রিয়া। দীপিকাকে গডেস বলে উল্লেখ করেছেন প্রিয়া সেই পোস্টে। আরও জানিয়েছেন, এর চেয়ে ভালো ভাবে তার এই বছর শেষ হতে পারত না।