মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০১:১৩ অপরাহ্ন
এ ব্যাপারে যুগ্নিদহ গ্রামের আলা মৃধার ছেলে মো. শামিমের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নরিনা ইউপি চেয়ারম্যানের সহযোগী মো. শামীম ভাতা কার্ড সংশোধন করার কথা বলে আলামিনের প্রতিবন্ধী ভাতার কার্ড নেন। পরে বই ফেরত চাইলে শামীম একটি পাতা ছেঁড়া বই ফেরত দেন তাকে। ভাতা উত্তোলন করতে গেলে সোনালী ব্যাংক শাহাজাদপুর শাখা কর্তৃপক্ষ জানায় নয় মাসের ৬ হাজার ৩ শ টাকা উত্তোলন করা হয়েছে।
এ ব্যাপারে নরিনা ইউপি চেয়ারম্যান ফজলুল হকের মোবাইলে কল করা হলে তিনি ফোন ধরেননি।
অপরদিকে অভিযুক্ত শামিমকে মুঠোফোনে কল দেয়া হলে তিনি কেটে দিয়ে ফোন বন্ধ করে দেন।
শাহজাদপুর থানার ওসি মো. আতাউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সুত্র ডেইলি বাংলাদেশ