মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ন
সুমন খান নিজস্ব প্রতিনিধিঃ বানারীপাড়ায় অনিয়মের অভিযোগে বিভিন্ন ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তর’র পরিচালক আ. হালিম,সরকারের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট’র নেতৃত্বে একটি টিম ৩১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নে অবস্থিত বিবিএস,তাজেম ও নূর ব্রিকসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।আ. হালিম জানান,৩টি ভাটার প্রায় ১৫ লাখ কাঁচা ইট সম্পূর্ন ভাবে নষ্ট করে দেয়া সহ তাদের ভাটার চুল্লিও ধ্বংশ করা হয়েছে। অভিযান পরিচালনা করার সময় নূর ব্রিকসের মালিকের ২ ভাই এবং তাজেম ব্রিকসের ম্যানেজারকে আটক করা হয়েছে। তবে বিবিএস ব্রিকসে কোন লোক পাওয়া যায়নি। পরে আটককৃত ৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ২০ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।তাজেম ব্রিকসের মালিক মো. তাজেম আলী হাওলাদাদের ছেলে মো. ফোরকান আলী হাওলাদার জানান, তাদের ভাটায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, বছরের শুরুতে বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে ভাটার কার্যক্রম কেবলমাত্র শুরু করেছি। অভিযানের ফলে তারা এখন পথে বসে গেছেন।