মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ন
গ্রামবাসীর অভিযোগ, মঙ্গলবার রাতে একসঙ্গে চারটি কবরের বাঁশের বেড়া ভাঙা এবং গর্ত দেখতে পান তারা। রাতের অন্ধকারে নিয়মিত কঙ্কাল চুরির ঘটনা ঘটলেও অপরাধীরা ধরা না পড়ায় চিন্তিত তারা।
একজন ভুক্তভোগী বলেন, এসে দেখি আমার বাবার কঙ্কাল নেই। চুরি হয়ে যাচ্ছে। মরার পরও যে নিরাপত্তা সেটাও আমরা পাচ্ছি না।
স্থানীয়রা জানান, কবরস্থানে নিরাপত্তা প্রহরী না থাকায় প্রায়ই এমন ঘটনা ঘটছে। এখানে যদি ঘেরার ব্যবস্থা করে দিতো তাহলে অনেক ভালো হতো। এখন তো আমরা আতঙ্কে আছি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত এসপি সুজন সরকার জানান, জড়িতদের আটকে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে। কঙ্কাল চুরির ঘটনায় যারা জড়িত আমরা তাদের দ্রুত ধরার চেষ্টা করবো। স্থানীয়রা কেউ থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।