মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০১:০১ অপরাহ্ন
এবার কাফনের কাপড় পরে ৫ম দিনের মতো আমরণ অনশন করছেন নরসিংদীর ইউএমসি জুটমিলের শ্রমিকরা। তীব্র শীত উপেক্ষা করে রাতভর অনশন স্থলে অবস্থান করেন শ্রমিকরা। পঞ্চম দিন বৃহস্পতিবার সকাল থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে অনশন করছেন তারা। মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি প্রদানসহ ১১ দফা দাবিতে নিয়ে এ অনশন করছেন তারা।
এদিকে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে পাট মন্ত্রণালয়ে বস্ত্র ও পাট মন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে বলে জানিয়েছেন ইউএমসি জুটমিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলাম মোল্লা। তিনি জানান, বৈঠক ডাকা হলেও আমরণ অনশন চলবে, যতক্ষণ পর্যন্ত মজুরি কমিশনসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লিখিত কোনো আশ্বাস না মিলবে।