বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৫:৫১ পূর্বাহ্ন
ঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঘরে মাঠে কুমিল্লার মুখোমুখি হয়েছে সিলেট থান্ডার্স। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেয় সুরমা পাড়ের দলটি। এবার আসরে সবার আগে বিদায় নিয়েছে তারা। ৮ ম্যাচে ১ জয়ে টেবিলের তালানিতে মোসাদ্দেক-মিথুনরা।
অন্যদিকে পয়েন্ট টেবিলে সিলেটের উপরে রয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। ৮ ম্যাচে ৩ জয়ে টেবিলে ছয় নম্বরে সৌম্য-সাব্বিররা।
কুমিল্লা ওয়ারিয়র্স: সিটায়ান জেল, সৌম্য সরকার, উপুল থারাঙ্গা, ইয়াসির আলী, সাব্বির রহমান, আবু হায়দার রনি, মুজিব-উর-রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন, আল আমিন হোসেন, ডেভিড ওয়াইজ ও সানজামুল ইসলাম।
সিলেট থান্ডার্স: আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক ব্যাটসম্যান), নাজমুল হাসান মিলন, সোহাগ গাজী, এবাদত হোসেন, নাইম হাসান, শেরফান রাদাফোর্ড, মনির হোসাইন ও নাবিন-উল-হক।