মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৯:২৫ অপরাহ্ন
বুধবার সন্ধ্যায় নড়াগাতি বাজারে এ ঘটনা ঘটে।
নিহত জহিরুল মোল্লা নড়াগাতি গ্রামের আকুব্বর মোল্লা আকুর ছেলে।
নড়াগাতি থানার ওসি আলমগীর কবীর জানান, জহিরুলের চাচিকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিচ্ছিল কামশিয়া গ্রামের জাহিদ ও রেজওয়ান। প্রতিবাদ করায় নড়াগাতি বাজারে জহিরুলকে মারধর ও মাথায় আঘাত করে জাহিদ ও তার সহযোগীরা। আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।
ওসি আলমগীর আরো জানান, জাহিদ, রেজওয়ানসহ নড়াগাতির লস্কর ফিরোজ আহমেদ, তার ভাই জাফর ও মানিক, ইলিয়াস, ইকরাম লস্কর এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে বলে নিহতের পরিবার জানিয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।
সুত্র ডেইলি বাংলাদেশ