মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১২:৩৫ অপরাহ্ন
নিজেদের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে র্যালি করার কথা ছিলো ছাত্রদলের। কিন্তু পুলিশের কাছ থেকে অনুমতি না পাওয়ায় র্যালি করছে না তারা।
বিষয়টি মানবজমিনকে জানিয়েছেন, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন। তিনি বলেন, আজ দুপুর দু’টায় নয়াপল্টনে আমাদের সংগঠনের পক্ষ থেকে র্যালিটি করা কথা ছিলো।
এজন্য আমরা পুলিশের কাছ থেকে অনুমতি চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের অনুমতি দেয়নি। তাই আপাতত আমরা র্যালি করছি না। এছাড়া সকাল সাড়ে দশটা থেকে কেন্দ্রীয় কার্যালয়ে নিচতলায় ছাত্রদলের উদ্যোগে রক্তদান কর্মসূচি চলছে।