মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১২:৩৯ অপরাহ্ন
অন্তর্জালে উত্তাপ ছড়িয়ে অভ্যস্ত ভারতের ছোটপর্দার অভিনেত্রী নিয়া শর্মা। তাঁর নিত্যনতুন ভঙ্গিমায় তোলা ছবি বা ভিডিওর জন্য মুখিয়ে থাকেন নেটিজেনরা। স্বকীয়তাকে প্রাধান্য দেওয়া এই অভিনেত্রীও ভক্তদের নিরাশ করেন না। সম্প্রতি তাঁকে আবারও দেখা গেল সেই চেনা ভঙ্গিমায়।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, নতুন বছরকে নিজের মতো করেই যেন বরণ করে নিলেন নিয়া। আর তা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে শেয়ার করলেন তিনি। লাল বিকিনি পরিহিত তাঁর বেশ কয়েকটি ছবি এখন আগুন ঝরাচ্ছে অন্তর্জালে।
নিয়ার পোস্ট এরই মধ্যে তিন লাখের বেশি লাইক সংগ্রহ করেছে। ভালোবাসা আর আগুনের ইমোকনে ভরে গেছে মন্তব্য-ঘর। এক ভক্ত লিখেছেন, ‘বাকরুদ্ধ, গ্ল্যামারাস, লাল লাল।’
এ ছাড়া আরো বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁর দারুণ একটি নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে সম্প্রতি। বলা বাহুল্য, সেই ভিডিওটিও ভক্তরা লুফে নিয়েছেন নিমেষেই।
‘কালি : এক অগ্নিপরীক্ষা’, ‘এক হাজারো মে মেরি বেহনা হ্যায়’, ‘জামাই রাজা’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান নিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয় তিনি। খোলামেলা পোশাক আর নজরকাড়া স্টাইল দিয়ে এরই মধ্যে তারকাখ্যাতি পেয়েছেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারী ৩৪ লাখ।