বরো মাসে ছয় ঋতু, বসন্ত সবার সেরা,
শীতকালে দরিদ্রের জীবনে, বাড়ায় ভীষণ পীড়া।
গরীব শিশু পোশাক বিহীন, শীতে যাচ্ছে মরে!
তোমার ছেলে ঊষ্ণ রুমে, কী আনন্দ করে!
এসি রুমে তোমরা ধনী সাবধানেতে থাকো,
পথের ধারে পরে থাকা, গরীবদের কী দেখো?
এই গরীব তোমার অট্টালিকা নির্মান করে দিল,
তোমায় সুখ উপহার দিয়ে, কষ্ট নিজে নিল।
তোমাদের খাবার উৎপাদনে, যাদের সময় কাঁটে,
দারিদ্রতার জন্য তাদের পোশাক না জোটে।
রাস্তা ঘাটে কত গরীব ভূষণহীন দেখা যায়,
তাদের জন্য তোমাদের কী, এতটুকু কষ্ট হয়?
তোমার ছেলে দারুণ আছে রৌদ্রদীপ্ত ছাদে,
বস্রহীন দরিদ্র শিশু বুকেতে হাত বাঁধে।
তোমার ছেলে একটু যদি খুশ-খুশিয়ে কাশে,
তারাতারি খবর দিয়ে, বড় ডাক্তার নিয়ে আসে।
তোমরা যদি একটুখানি ওদের পাশে থাকো,
এতকষ্ট ঠান্ডা রাতে, ওদের হতো নাকো।
নিজের ছেলের জন্য তোমরা, গরম কাপড় নাও,
অল্প দামে কিছু কিনে, ওদের সেটা দাও!
তোমরা যদি না দেখ তো-দেখবে কে আর বলো?
ঘরের বাইরে গেলে তোমরা, এসি গাড়ি চলো।
ওরা তো এর কোনকিছুই চায়না তোমার কাছে,
একটুখানি সহানুভূতি, তোমার কাছে যাচে।