রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
ভান্ডারিয়া কৃতি সন্তান মো. তোফাজ্জল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব (১) (অতিরিক্ত সচিব) (পরিচিতি নম্বর ৪১৪২) সচিব হিসেবে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে বদলি করেছে। বুধবার (১ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা। এ উপক্ষে ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলামের পক্ষ থেকে আজ শুক্রবার জুমার নামাজা শেষে বিভিন্ন মসজিদে শুকরিয়া আদায় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং সম্মানিত সচিব মহোদয়ের জন্য দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।
গত ১ জানুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ-সচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত অপর এক আদেশে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হকের (পরিচিতি নম্বর- ৪৭৫১) সরকারি চাকরি আইন-২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী অবসর উত্তর ছুটি স্থগিতের শর্তে আগামী ৬ জানুয়ারি থেকে পরবর্তী এক বছরের জন্য একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। তার নিয়োগের শর্তাবলি চুক্তিপত্র দ্বারা নিয়ন্ত্রিত হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।