সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন
মঠবাড়িয়ায় প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিপনের দবিতে অপহৃত ডিম ব্যবসায়ী খলিল(৩৫) কে ৩ দিন পর শুক্রবার বিকেলে উদ্ধার করেছে মঠবাড়িয়া খানা পুলিশ।গত মঙ্গলবার বিকেলে মঠবাড়িয়া থেকে বরিশাল যাবার পথে নিখোজ হন ওই ব্যবসায়ী খলিল । এ পর তার ব্যবহারিত মোবাইল ফোন থেকে তার পরিবারের কাছে ফোন করে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করেন । অপহৃত ব্যবসায়ী খলিল পার্শবর্তী পাথরঘাটা উপজেলার হাড়িটানা গ্রামের মৃত আঃসত্তার আকনের ছেলে । তিনি দীর্ঘ দিন মঠবাড়িয়ায় স্থানীয় একটি পোলট্রি খামারের ডিম মঠবাড়িয়া পৌরশহরে বিভিন্ন দোকানে পাইকারী বিক্রি করতেন।
এ ঘটনায় অপহৃত ব্যবসায়ীর ভাই হাবিবুর রহমান মঠবাড়িয়া থানায় একটি মামলা দয়ের করেন।এ অপহরণের ঘটনার মূল অপহরণকারী জশিম গাজীকে গ্রেফতার করেছে থানাপুলিশ। গ্রেফতারকৃত জশিম উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের হাসেম গাজীর ছেলে।
মামলা সুত্র জানা যায়, গত মঙ্গলবার বিকেলে মঠবাড়িয়া থেকে বরিশাল যাবার পথে নিখোজ হন । এ পর তার ব্যবহারিত মোবাইল ফোন থেকে থেকে তার পরিবারের কাছে ফোন করে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করেন। মুক্তিপন না দিলে তাকে হত্যার হুমকিও দেয়া হয়। এ সময় অপহৃত ব্যবসায়ীর ভাই হাবিবকে অপহরণ কারী মঠবাড়িয়া পৌর শহরে সরদার ফিডে মুক্তি পনের টাকা নিয়ে আসতে বলে।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত)আব্দুল হক জানান, ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় একটি মামলা হয়েছে। অপহৃত ওই ব্যবসায়ীকে মূল অপহরন কারী জসিমের আন্দার মানিক বাটার পোল এলাকার বাসা থেকে অপহৃত ডিম ব্যবসায়ী খলিল কেউ দ্ধার করা হয়েছে এবং মূল অপহরণ কারী জশিম গাজীকে গ্রেফতার করা হয়েছে।