মোঃ শামসুল আরেফিন নাজিরপুর প্রতিনিধি
পিরোজপুর নাজিরপুরের বৈঠাকাটা শীতের ভাই বীত ,আগুন আমার ভাই।শীতরে গিয়া কও।আমার কাঁথা-কম্বল নাই,কম্বলহীন মানুষের শীত নিবারণের চেষ্টায় আল আরাফা ইসলামী ব্যাংক বৈঠাকাটা আউটলেট শাখায় সারা দেশের ন্যায় কম্বল বিতরণ করা হয়েছে।বৈঠাকাটা পার্শ্ববর্তী বিশারকান্দি, বলদিয়া, ইলুহার ও কলারদোয়ানিয়া ইউনিয়নে এই সব কম্বল বিতরন করা হয়।কম্বল বিতরণে ছিলেন বৈঠাকাটা আউটলেট শাখার প্রধান মোঃ রফিকুল ইসলাম,কলারদোয়ানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ ওবায়দুল হক (বাদল) বৈঠাকাটা তদন্ত কেন্দ্রের এ এস আই মোঃ সাইফুল ইসলাম,মোঃ আরিফ ম্যানেজার অপারেশন,মোসঃ রুনা, ক্যাশিয়ার, আল আরাফা ইসলামী ব্যাংক বৈঠাকাটা আউটলেট শাখা।শীতার্ত অসহায় মানুষগুলি এই শীতবস্ত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে।ও এই ব্যাংকের উত্তরোত্তর সাফল্য উন্নতি ও মঙ্গল কামনা করেন।ব্যাংকের এই ধরনের উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানায়।আগামীতে যাতে এই ধরনের উদ্যোগ আরও বড় পরিসরে হয় এই দাবি সকলের।